Thursday, July 7, 2011

বাঙ্গালীদের ভুলো মন তাই অতি সহজেই অতীতকে ভুলে যায়।






২১ আগষ্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার নীল নক্সা অনুযায়ী
গ্রেনেড হামলা করা হয় এই জনসভায়।

পুলিশ কর্তৃক রাজনৈতিক নেতাকর্মীদের উপর নির্যাতন প্রথা জিয়া ও এরশাদের আমল থেকেই চালু হয়েছে এবং সর্বশেষ আমাদের ঘসেটি বেগম পুনঃ চালু করে গেলেন এইতো মাত্র দুই হাজার এক থেকে দুই হাজার সাত পর্যন্ত। এখন এটা বাঙ্গালী সংস্কৃতিও বলতে পারেন। জামাত বি এন পি কর্তৃক সৃষ্ট প্রথা সংবিধান থেকে বিসমিল্লাহ এবং রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, যেটা ইচ্ছে করলেই যদি তুলে দেয়া না যায়। তাহলে পুলিশ কর্তৃক নেতার বস্ত্রহরণ প্রথা কিভাবে আওয়ামী লীগ প্রত্যাহার করবে? কারন পুলিশ না হয় ধরে নিলাম খারাপ। কিন্তু জয়নাল ফারুকের মতো একটা দাগী ক্রিমিনাল সন্ত্রাসী যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রজাতন্ত্রের কর্মচারীদের সাথে সন্ত্রাসী সূলভ আচরণ করেন? তাহলে বন্ধুকধারী পুলিশ তাকে স্যার স্যার বলে মাথা নত করে থাকবে, সেটাই কি আপনারা কিভাবে আশা করছেন? আপনারা ভুলে গেলেন এইতো গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নাসির উদ্দিন পিন্টু ডেপুটি জেলারকে উত্তম মাধ্যম দিলেন? এপ্রথা বিএনপি'র সৃষ্ট। কই, আওয়ামী লীগের কোনো নেতা নেত্রী এমন ঘটনাতো ঘটিয়েছে বলে শুনিনি? বরং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ নাসিমকে কোহিনুর যে ভাবেবিনা দোষে পিটিয়ে ধুলায়ে লুন্ঠিত করেছিলো, তখন আপনাদের নীতি বাক্যগুলো শুন্তে পাইনি। কারন তখন ফেসবুক এতো জনপ্রিয় ছিলোনা। আইন শৃঙ্খলা এবং প্রজাতন্ত্রের নিরাপত্তারক্ষীদের উপর সেমিনার করে তাদের আচরণ বিধি মনে করিয়ে দিতে হবে। মেনে নিলাম, তারা জ্ঞান সাধন করে চরিত্র বদল করে ফেলল । কিন্তু আপনার সন্ত্রাসী জয়নালদের চরিত্র বদলের জন্য কি করবেন? পিন্টুদের কি করবেন? বাবর সাকাদের কি করবেন>? অন্যথায় আপনাকে এই পুলিশ কর্তৃক নেতার বস্ত্রহরণ প্রসঙ্গে আরো বাস্তবমূখী হতে হবে। এখন আর সে যুগ নেই, যে যুগে পুলিশ দেখলে মানুষ গ্রাম ছাড়া হয়ে যেতো এবং পুলিশো সৎ ও নিষ্টাবান নেই যে শিক্ষিত নেতা নেত্রী এম পি মিনিষ্টারদের অত্যাচারের পরেও হুজুর হুজুর বলে তেল মালিশ করবে। আমরা মুলতঃ পূর্ব পুরুষদের কাছ থেকেই শিক্ষা গ্রহণ করে থাকি। ২০০১ ২০০৭ এর কালো দাগ আমার চেহারায় এখনো স্পষ্ট বিদ্যমান। আমার মাথার চুলগুলো ডান হাতের গোড়ার প্রচন্ড ব্যথা, তিনটি ভূয়া মামলা, সব ই কি ভুলে যাওয়া সম্ভব? হাওয়া ভবনের গড ফাদারদের নির্মম নিষ্টুর আচরণ, নির্যাতন লুন্ঠন, ধর্ষণ, খুন, চাঁদাবাজি, বিদেশী ব্যাংকে কোটি কোটি টাকা পাচার, জননেত্রীশেখ হাসিনাকে হত্যার নীল নক্সা? আইভি রহমানের অপমৃত্যু?আওয়ামী লীগের ব্যাংক ভোটার বলে কথিত হিন্দু ও নৌকায় ভোটদানকারী ১০ লক্ষ সংক্যালঘুদের গৃহছাড়া করা? ১০ হাজার হিন্দু যুবতী মেয়েকে গণ ধর্ষণ করা? এতো কিছু জাতি কি করে মাত্র ২ ৩ বছরের ব্যবধানে ভুলে যায়?